ধর্ম যার যার উৎসব সবার। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের কালীতলায় শ্রী শ্রী বুড়া কালীমাতার পূজামন্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা এর আয়োজন করে।
এসময় পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো: গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
এসময় সনাতন ধর্মাম্বলীর বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে শ্রী শ্রী বুড়া কালীমাতার পূজামন্ডপ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।#
Leave a Reply