অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ করায় পাকুন্দিয়া এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লি: কে নিরাপদ খাদ্য আইনে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১০ মার্চ) দুপুরে পাকুন্দিয়ার বড় আজলদী এলাকার এগারসিন্দুর কোল্ড স্টোরেজে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এর নেতৃত্বে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করেন।
এসময় কোল্ড স্টোরেজ এর ম্যানেজার মো: মাজহারুল ইসলামকে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল দেয়া হয়। তাৎক্ষনিক নগদ ৩ লক্ষ টাকা পরিশোধ করায় ম্যানেজারকে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, আসন্ন রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কোল্ড স্টোরেজে খেজুর মজুদ করে আসছিল। গোপন সংবাদে র্যাব জানতে পারে সেখানে পঁচা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ করা হচ্ছিল।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এম শোভন খান জানিয়েছেন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে যেসকল অসাধু ব্যবসায়ীগণ এ ধরণের কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply