নিউজ ডেস্ক :
ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে রমজান আলী, মোঃ আজিজুল হক, সুধেন্দু বিশ্বাস, জওহর লাল গাঙ্গুলী, হাবিবুল্লাহ্ বাহার, সামছুল আলম রেনু ও মুহম্মদ আব্দুল হাইকে সম্মাননা প্রদান করা হয়।
ডা.দীন মোহাম্মদ-এঁর সভাপতিত্বে এবং স্বপন কুমার বর্মন এর পচিালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সকল শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট তারেক উদ্দিন আহাম্মদ আবাদ, ডা. আ.ন.ম.নৌশাদ খান, এস.পি ড. নাজমুল করিম খান, ডা. মোঃ আব্দুল হাই ও প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ স্মৃতিচারণে করেন ও বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
Leave a Reply