বিপুল মেহেদী :
কিশোরগঞ্জ শহর যানজট নিরসন কল্পে গত রোববার(৩ মার্চ) সকালে ‘ব্যাটারিচালিত ইজিবাইক শহর সার্ভিস’এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভা থেকে ৬শ’ ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্স প্রদান করা হয় । সিদ্ধান্ত হয় মঙ্গলবার (৫ মার্চ) থেকে অটোরিক্সার সামনের অংশে হলুদ রঙ করা এবং পৌরসভার লাইসেন্সের স্টিকার ব্যতীত অন্য অটোরিক্সা শহরে চলাচল বন্ধ করতে হবে। দুর্ঘটনা এড়াতে এসব ব্যাটারিচালিত অটোরিক্সা ডান পাশ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে ডান পাশ দিয়ে কোন যাত্রী উঠানো-নামানো করতে পারবে না।
এই উদ্যোগ কার্যকর বাস্তবায়নে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ পুরো শহর যানজটহীন। ভূতপূর্ব যানজট সমস্যা নাকাল কিশোরগঞ্জ শহরের পুরান থানা, গৌরাঙ্গ বাজার, রথখলা, আখড়া বাজার, গুরুদয়াল কলেজ মোড়, হারুয়া, হাসপাতাল বটতলা, গাইটাল এলাকা সরেজমিনে ঘুরে কোন যানজট পাওয়া যায়নি।
যানজট সমস্যার সমাধান ও সুশৃঙ্খল হওয়ায় অটোরিক্সা চালক ও যাত্রী সাধারণের সন্তুষ্টি প্রকাশ পেয়েছে।
Leave a Reply