ডেস্ক রিপোর্ট
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে আজ।
গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ কার্যক্রম শুরু হয়।
সারা দেশের ৩০০ আসনে যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের সবার সাক্ষাৎকার নেয়ার কথা আজ ।ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা এসে ভিড় করেছেন সকল থেকেই।
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশ থেকে মোট দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন।
সাক্ষাৎকার নেবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড।
Leave a Reply