আজ (সোমবার) সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা হানাদার মুক্ত হয়।
এই দিনে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে (তৎকালীন মহকুমা) সিরাজগঞ্জ শহর কে শক্রুমুক্ত করতে সক্ষম হয়।
সিরাজগঞ্জ মুক্ত করতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমন শুরু করে মুক্তিযোদ্ধরা। ১১ ডিসেম্বর সকাল থেকে শুরু হয় যুদ্ধ। ১২ও ১৩ ডিসেম্বর এই যুদ্ধে পাকিস্তান সৈন্যরা ব্যাপক ক্ষয় ক্ষতি নিয়ে পিছু হঠতে বাধ্য হয়।
এই যুদ্ধে মুক্তি বাহিনীর সাহসী যোদ্ধা ইঞ্জিনিয়ার আহসান হাবিব, সুলতান মাহমুদ, কালুসহ ৫ জন নিহত হয়। পাকিস্তানি পাঞ্জাব রেজিমেন্টের একজন ক্যাপ্টেন ২ জন মেজরসহ ২৮ জন নিহত হয়।
শৈলাবাড়ি যুদ্ধে পরাজিত পাক বাহিনী ভীত হয়ে ১৩ তারিখে গভীর রাতে ট্রেন যোগে ঈশ্বরদী অভিমুখে পালিয়ে যায়। ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ শহর দখল মুক্ত করে শহরে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধারা।
Leave a Reply