বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আন্তর্জাতিক সামিটে যোগ দিতে ভিয়েনা গেলেন স্পিকার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সামিটে যোগ দিতে ভিয়েনা গেলেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিটসহ কয়েকটি আন্তর্জাতিক সামিটে অংশ নিতে আজ ভোররাতে ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সেখানে তিনি স্পিকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজম এর প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নিবেন।

ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য সামিট এবং কনফারেন্সসমূহে স্পিকার বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

সামিটসমূহে ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অন্যান্যের মধ্যে বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি রয়েছেন।

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

সফরশেষে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদল আগামী ১০ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে ঢাকায় ফিওে আসবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com