নিউজ ডেস্ক :
‘‘বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’’ এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য একটি র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কাশেম, হোসেনপুর পাইলট বালকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা,সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,সাবাদিক আব্দুর রহমান প্রমূখ।
Leave a Reply