নিজস্ব প্রতিবেদক
গতকাল শুক্রবার আপিল শুনানীর দ্বিতীয় দিনে কিশোরগঞ্জের পাঁচটি আসনের মোট ৯ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর শুনানি শেষে নির্বাচন কমিশন এই মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করেন।
এরা হলেন,কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপির খালেদ সাইফুল্লাহ সোহেল খান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী আইনজীবি মুহ. আবদুর রহমান।
এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রেজাউল করিম খান চুন্নুকে ওই দিন চুড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। যার ফলে খালেদ সাইফুল্লাহ সোহেল খান আপিলে প্রার্থিতা ফিরে পেলেও তাঁর পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা করা হচ্ছে না।।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে তিন জন প্রার্থীতা ফিরে পেয়েছেন। তার হলেন, জাতীয় পার্টির প্রার্থী এরশাদ হোসাইন, সিপিবি প্রার্থী নুরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সালাউদ্দিন রুবেল ।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সাইফুল ইসলাম সুমন ও সিপিবি প্রার্থী ডা. এনামুল হক ইদ্রিছ আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে একমাত্র বাদ পড়া প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সেলিনা সুলতানার মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষিত হয়েছে।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মদ মুছা খান প্রার্থীতা ফিরে পেয়েছেন।
Leave a Reply