ইনিংসের মাঝখানে দুইবার চাপে পড়েছিল শ্রীলঙ্কা। ধস নামে ব্যাটিংয়ে।
তবে সেই ধাক্কা কাটিয়ে স্কোরবোর্ডে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান জমা করেছে তারা। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে হলে সেই রান ৩৭.১ ওভারে পাড়ি দিতে হবে আফগানিস্তানকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা (৪১) ও দিমুথ করুনারত্নের (৩২) উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় তারা। কিন্তু তা ভাঙার পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ফেলে। এরপর দলের হাল ধরেন কুশল মেন্ডিস। চারিথ আসালাঙ্কাকে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ১০২ রানের জুটি। আসালাঙ্কাকে (৩৬) ফিরিয়ে আফগানিস্তানকে ব্রেক থ্রু এনে দেন রশিদ খান।
জুটি ভাঙার পর কুশলও বেশিক্ষণ টিকতে পারেননি। রান আউটের শিকার হয়ে ফেরার আগে ৮৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৯২ রান করেন তিনি। ম্যাচের নাটাই আবারও চলে যায় আফগানিস্তানের হাতে। ২২১ থেকে ২২৭ রানের ব্যবধানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে অষ্টম উইকেট জুটিতে ৬৪ রান যোগ করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান দুনিথ ভেলালাগে ও মাহিশ থিকশানা।
৩৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন ভেলালাগে। শেষ বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন থিকশানা। আফগানিস্তানের সর্বোচ্চ চারটি উইকেট নেন গুলবাদিন নায়েব।
Leave a Reply