গত সোমবার আফগানিস্তানের গজনিতে এক বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া একজন বেসামরিক মার্কিনিসহ তিনজন আহত হয়েছেন। ন্যাটোর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর পার্সটুডে, সিএনএনের।
নিহত ব্যক্তিদের পরিবারকে তাৎক্ষণিকভাবে তাদের হত্যাকাণ্ডের বিষয়ে জানানো হয়নি।
হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। তারা জানিয়েছে, তাদের হামলায় একটি ট্যাংক ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ওই হামলার ব্যাপারে বিস্তারিত প্রকাশ করেন। ২০১৭ সালের পর এটিই আফগানিস্তানে মার্কিন সেনাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
এর আগে গত শনিবার আফগানিস্তানের নিমরুজ প্রদেশে এক অভিযানের সময় আরেক মার্কিন সেনা নিহত হয়। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, তারই এক আফগান সহকর্মীর গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। আফগান সেনা ভুলে গুলি ছুড়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানে বহু বছর ধরে মার্কিন নেতৃত্বে বিদেশি সেনারা তৎপরতা চালালেও সেখানে এখনও নিরাপত্তা ফিরে আসেনি। এখনও দেশটির প্রায় অর্ধেক অঞ্চল তালেবান নিয়ন্ত্রণ করছে বলে কোনও কোনও সূত্র দাবি করছে।
confident insight thank you for socializing 😍