অভাবের লাইগা পোলাডা পড়ালেহা ছাইড়া কোম্পানিতে চাকরি করত। মাসে মাসে ট্যাহা পাঠাইতো। আমার পুলাডারে কেন মারল, পুলা হারানোর যন্ত্রণা ক্যামনে সইমু’ কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হওয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা দামিহা ইউনিয়নের হাছলা গ্রামের তরিকুল ইসলাম রুবেলের (২৪) মা হেলেনা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার পুলার মাথায় গুলি কইরা মাইরা ফেলছে। আমার পোলা তো কোনো রাজনীতি করত না। তার পরেও নিরপরাধ পুলাডারে মাইরা ফেলল। আল্লাহ এর বিচার করবে।’
গত শুক্রবার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে কর্মস্থল থেকে আসার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কবলে পড়ে জীবন বাঁচাতে কাভার্ড ভ্যানের আড়ালে গিয়ে লুকিয়েও নিজেকে বাঁচাতে পারেননি তরিকুল ইসলাম রুবেল। নিহত তরিকুল ইসলাম রুবেল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাছলা পাথারিয়াপাড়া গ্রামের কৃষক ফরিদ উদ্দিনের ছেলে। তরিকুল ইসলাম রুবেল। ঢাকা মিরপুর-১৫ সেকশনে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করতেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার হাছলা পাথারিয়াপাড়া গ্রামের কৃষক ফরিদ উদ্দিনের ৪ ছেলে ২ মেয়ের মধ্যে ৫ নম্বর সন্তান রুবেল। গ্রামের বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য ৭ বছর আগে এলাকা ছেড়ে পাড়ি জমান রাজধানী ঢাকা শহরে। নিজের একান্ত চেষ্টায় বিভিন্ন জায়গায় কাজ করে বছর তিনেক আগে চাকরি নেন মিরপুর ১৩ মন্দির গেইট এলাকার রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির রাকিন সিটিতে। দায়িত্ব পান ইস্টিবি অপারেটরের।
ঢাকা মিরপুরে একই এলাকায় থাকেন রুবেলের চাচাতো বোনের স্বামী শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ওই দিন রাতে মিরপুর-১৩ নম্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এ সময় রুবেল নিজেকে বাঁচাতে একটি কাভার্ড ভ্যানের পেছনে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তখন তিনি অবস্থা বুঝতে উঁকি দিতেই মাথায় গুলিবিদ্ধ হন। গুলিটি তাঁর বাম কানের পাশ দিয়ে মাথায় ঢুকে কপাল ভেদ করে বেড়িয়ে যায়। গুলির আঘাতে মগজ ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরোও জানান, ঘটনার পর পরই নিহত রুবেলকে চিনতে পেরে একজন আমাকে মুঠোফোনে কল করে ঘটনাটি জানায়। আমি সেখানে ছুটে যাই। পরে মরদেহ গ্রামের বাড়িতে আনার ব্যবস্থা করি।
রুবেলের বাবা ফরিদ উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওই দিন রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে ফোন আসে৷ আমার ছেলে আর নেই। আমার ছেলে কখনো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। সে জীবিকার তাগিদে ঢাকায় গিয়েছিল। মৃত্যুর আগের দিন আমাকে ফোনে বলেছে কয়েকদিনের মধ্যেই বাড়ি আসছি আব্বা। তিনি আরোও বলেন, পৃথিবীর বুকে সবচেয়ে ভারি বস্তু পিতার কাঁধে সন্তানের লাশ। ছেলেকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। একটি ঘাতক বুলেট আমার পরিবারের সকল স্বপ্ন শেষ করে দিলো। আমার ছেলের কি অপরাধ? কেন তাকে গুলি করে হত্যা করা হলো? আমার সন্তান হত্যার বিচার আমি কার কাছে চাইবো? এ হত্যার দায় কে নেবে? কেন আমার বুকের মানিক কে এভাবে মেরে ফেলা হলো। আপনজন হারানোর বেদনা কাউকে বলে বোঝানো যাবে না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
নিহত রুবেলের মা হেলেনা আক্তার সন্তানের জন্য খাওয়া-দাওয়া ছেড়ে অনবরত কান্নায় অসুস্থ হয়ে পড়েছেন। ছেলের জন্য কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফিরলে ছেলেকে ডেকে ডেকে কান্না করেন তিনি। যেন ছেলে হারানোর বেদনা পূরণ করার কেউ নেই। কথা বলার সময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তিনি বলেন, ‘আমার রুবেলকে কেন হত্যা করা হলো? আমার কলিজার টুকরা সন্তানের কী অপরাধ? কেন এইভাবে আমার ছেলেকে গুলি করে মারা হলো? আমি আমার ছেলে হত্যার বিচার কার কাছে চাইবো ? আমার বুকের ধন ফিরিয়ে দাও। নিহত রুবেলের চাচি মোছাঃ মনোয়ারা বেগম বলেন, আমার পেটের সন্তান না হলেও তাকে আমার সন্তানের মতো লালন-পালন করে বড় করেছি। তাকে হারানোর ক্ষতি কখনও পূরণ হবে না। আল্লাহপাক তাকে জান্নাতবাসী করুক। স্থানীয় এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, এলাকার মধ্যে সে অত্যন্ত ভদ্র, বিনয়ী ছিল। এভাবে ছেলেটার মৃত্যু হবে ভাবতেই পরিনি।
নিহত রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান , রাত আড়াইটার দিকে লাশবাহি অ্যাম্বুলেন্স আমাদের গ্রামের বাড়িতে পৌছায়। পরের দিন শনিবার জোহরের নামাজের পর জানাজা শেষে দাফন করা হয়। পরে আমার সঙ্গে তাড়াইল থানার সেকেন্ড অফিসার লুৎফর রহমান মুঠোফোনে যোগাযোগ করে পুরো বিষয়টি জানেন। রুবেলের মোবাইলের ছবিগুলো দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন জানান, শুনেছি তরিকুল ইসলাম রুবেল নামে একটি ছেলে মারা গেছে। কিভাবে কোথায় মারা গেছে এ বিষয়ে জানি না। তবে ২০ জুলাই তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Leave a Reply