কিশোরগঞ্জের ঐতিহাসিক আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসায় আইসিটি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এর উদ্বোধন করেন।
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ায় আইসিটি বিভাগের সংযোজনে শিক্ষক-শিক্ষার্থীরা সরকারের ডিজিটাল কার্যক্রমে সংযুক্ত হতে সহজ আরও সহজলভ্য হবে। এছাড়াও শিক্ষার্থীদেরকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ সহ মজলিশে আমেলার সদস্যবৃন্দ।
এসময় বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন আইসিটি বিভাগ চালু হওয়ায় মাদ্রাসার সকল শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি আইসিটি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে গুরুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
Leave a Reply