কাজী হায়াৎ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত। এ নির্মাতার ঘাড়ের একটি রক্তনালিতে সম্প্রতি ব্লক ধরা পড়ায় তাকে নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর নিউ ইয়র্কের হাসপাতাল থেকে এক ভিডিওবার্তায় নির্মাতা কাজী হায়াৎ জানালেন, তিনি বেঁচে আছেন।
তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ভিডিওবার্তায় এ নির্মাতা বলেন, “আমি হসপিটালে আছি, অসুস্থ তবে বেঁচে আছি। যারা মিথ্যা কথাটা ছড়িয়েছেন তাদের আমি নিন্দা করি। কেন এই মিথ্যা কথা? আমি খুব কষ্ট পেলাম।”
সবার দোয়ায় সুস্থ হয়ে দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাবার জন্য কাজী মারুফও দোয়া চেয়েছেন, “আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। তিনি যদি কখনও কারও মনে কষ্ট দিয়ে থাকেন তবুও তার জন্য দোয়া করবেন। যেন তিনি সুস্থ হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে পারেন।”
১৯৯৩ সালের দিকে প্রথম তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ২০০৪ সালের দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে তার হার্টে ৪টি রিং পরানো হয়।
পরে তৃতীয় দফায় জটিলতা বাড়লে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান পান তিনি।
Leave a Reply