শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আ.লীগের সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন !

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

 

ডেস্ক রিপোর্ট

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা অধ্যাপক আবু সাইয়িদ জাতীয় ঐক্যফ্রন্টের যোগ দিচ্ছেন।  আজ সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন, ‘সাবেক তথ্যমন্ত্রী ও পাবনার আওয়ামী লীগ নেতা আবু সাইয়িদ বিকেলে ঐক্যফ্রন্টে যোগ দেবেন।’  আবু সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ তথ্যমন্ত্রী ছিলেন। ১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির  সাবেক এই তথ্য ও গবেষণা সম্পাদক।

তিনি  ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি

আবু সাইয়িদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে তাকে  পাবনা জেলার গভর্নর নিযুক্ত করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe