ডেস্ক রিপোর্ট
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,নির্বাচন কমিশনকে (ইসি) সঙ্গে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে যাচ্ছে ।
আজ বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় রেদওয়ান আহমেদ কলেজ মাঠে আয়োজিত জনসভায় এই অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, ‘নির্বাচন কমিশন বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। কিন্তু আমরা বলছি নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ডের নামে একটা প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।’
জনসভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূইয়া সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, এলডিপির মহাসচিব ও কুমিল্লা-৭ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেদওয়ান আহমেদ।
এ সময় বক্তারা সবার জন্য সমান সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তারা আশা করেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশন কার্যকর ভূমিকা রাখবে। আর ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ করে দেবে।
Leave a Reply