ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে কোনো বেকারত্ব থাকবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী ।
গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) রাতে তার সঙ্গে রূপগঞ্জের রূপসী গাজী ভবনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, এই নির্বাচনকে আমরা ত্বরান্বিত করব। নির্বাচন উপলক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। নির্বাচনের জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের আন্দোলন উন্নয়নের আন্দোলন। উন্নয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কোনো বেকারত্ব থাকবে না।
বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন গোলাম দস্তগীর গাজী
এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Admin kim bilmiyorum ama tebrikler