স্পোর্টস ডেস্ক :
যুবাদের ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সোমবার (২২ জুলাই) উরচেস্টারে স্বাগতিক তরুণদের বাংলাদেশ ৬ উইকেটের ব্যবধানে হারায়।
টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান জড়ো করে। দুই ওপেনার ড্যান মাউসলে (২০) ও টম
ক্লার্ক (২৭) ভালো শুরু এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তাদের বিদায়ের পর খেই হারায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।
তবে দলীয় ৮৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন লুইস গোল্ডসওর্থী ও ক্যাসে আলড্রিজ। সপ্তম উইকেটে দুজনে গড়েন ১২৭ রানের জুটি। শেষদিকে জুটি ভেঙে যায়
৫৮ রান করা আলড্রিজ বিদায় নিলে। তবে গোল্ডসওর্থীর ৬৯ রানের অপরাজিত ইনিংস দলকে এনে দেয় সম্মানজনক সংগ্রহ।
বাংলাদেশের পক্ষে পেসার তানজিম হাসান সাকিব চারটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ হারায় ওপেনার তানজিদ হাসানকে। মাহমুদুল হাসান জয় ও প্রান্তিক নওরোজ নাবিল
প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও দুজনই ফেরেন ইনিংস ছোট রেখেই, যথাক্রমে ৩৬ ও ১৪ রান করে। এরপর দলের হাল ধরেন তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন।
চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১১৪ রানের জুটি। ৬০ বলের মোকাবেলায় ৮টি চারে ৫৭ রান করা শাহাদাত বিদায় নেন জয়ের একটু আগে। তবে অধিনায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে জয়
নিশ্চিত করেই মাঠ ছাড়েন হৃদয়। তিনি অপরাজিত থাকেন ৮৬ বলে ৭০ রান করে, যে ইনিংসে ছিল ৪টি চার।
বাংলাদেশ জয় পায় ৭১ বল ও ৬ উইকেট হাতে রেখেই। ইংল্যান্ডের পক্ষে দুটি উইকেট শিকার করেন ক্যাসে আলড্রিজ।
ইংল্যান্ড দল : ২০০/৭ (৫০ ওভার)
গোল্ডসওর্থী ৬৯*, আলড্রিজ ৫৮, ক্লার্ক ২৭, মাউসলে ২০
তানজিম ১০-১-৪৯-৪, মৃত্যুঞ্জয় ১০-০-১৩১-১
বাংলাদেশ দল : (৩৮.১ ওভার)
হৃদয় ৭০*, শাহাদাত ৫৭, জয় ৩৬
আলড্রিজ ৩০/২, কিম্বার ৩১/১
Leave a Reply