নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের খালেক মাতুব্বরের বাড়ির নিকট থেকে গতকাল মঙ্গলবার ৩৮০ টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. জামাল উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। জামাল চন্দ্রপুর গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে।
র্যাব কিশোরগঞ্জের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রেজাউল করিম এবং এম শোভন খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৩৮০ টি ইয়াবা বড়ি উদ্ধার করে র্যাব।
র্যাব জানিয়েছে,জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে জামাল উদ্দিন।
এ ব্যাপারে ইটনা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর বিচারকের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply