ইটনা প্রতিনিধি :
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী কামরুল হাসান (নৌকা) বিজয়ী হয়েছেন। রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী অ্যাডভোকেট মো. খলিলুর রহমানকে ২৬ হাজার ৯৪৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে চৌধুরী কামরুল হাসান পেয়েছেন ৪৫ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান (আনারস) পেয়েছেন ১৮ হাজার ২৭০ ভোট।
রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫০টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন শেষে কেন্দ্র থেকে এই ফলাফল পাওয়া যায়।
ইটনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ২২ হাজার ৩৫৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ২২৪ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ১৩০ জন।
Leave a Reply