অনলাইন ডেস্ক:
ইতালির মনফালকোনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আরব বিশ্বের সাথে মিল রেখে ইতালিসহ ইউরোপে স্থানীয় সময় ৪জুন মঙ্গলবার উদযাপিত হয় পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের নামাজ আদায় করতে সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম, ভিয়াদুকা দি অস্তা ২৮ মসজিদে সকাল থেকেই ইতালি মনফালকোনে বসবাসরত বাংলাদেশী প্রবাসী ছাড়াও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা দলে দলে আসতে থাকেন। পরে সকাল ৭টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম মসজিদের ইমাম আব্দুল মজিদ। সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম মসজিদের ইমাম মিজানুর রহমানের ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮.৩০মিনিটে। জামাত শেষে মোনাজাতে ইমামরা মহান আল্লাহর দরবারে গুনাহর মাফ চেয়ে প্রার্থনা করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত শেষ হয়।
প্রথম ও দ্বিতীয় জামাতে মুসল্লির ঢল নামে। মসজিদ কানায় কানায় পুর্ণ হয়ে জামাত চলে যায় মসজিদের বাইরের চত্বরেও। নামাজ শেষে একে অপরের সঙ্গে বুক মিলিয়ে করেন কোলাকুলি। সব ধরনের বৈষম্য ও ভেদাভেদ ভুলে মিলিত হন ভ্রাতৃত্বের বন্ধনে। সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম, ভিয়াদুকা দি অস্তা মসজিদের পক্ষ থেকে উক্ত মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব নুরুল আমিন খন্দকার প্রবাসের ভাই বোনদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি মুছে দিয়ে ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সম্প্রীতির চেতনায় সবার জীবন পরিপূর্ণ হোক তিনি এই কামনা করেন।
Leave a Reply