ডেস্ক নিউজ ::
গতকাল ৪ এপ্রিল (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অন্যান্যদের সাথে সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন ইটনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মশিউর রহমান খান। তাঁকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
মো: মশিউর রহমান খান অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে ইতিমধ্যে ইটনা উপজেলাবাসীর মন জয় করেছেন। তিনি ২০১৬ সালের ২৮ নভেম্বর ইটনা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।
২৮ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মো. মশিউর রহমান খান নেত্রকোনা জেলার মোহনগঞ্জের গর্বিত সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।
তাঁর স্ত্রী তাসলিমা আহমেদ পলি বর্তমানে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।
Leave a Reply