নিউজ ডেস্ক :
কিশোগঞ্জের অন্যতম সহশিক্ষা প্রতিষ্ঠান ইনভেনশান কোচিং সেন্টারের আয়োজনে ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ টায় কোচিং সেন্টারের মাঠপ্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম নৌশাদ খান’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ।
এ-অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল গণি, আজিম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যরিস্টার রিয়াজ আহমেদ তুষার, ইনভেনশানের পরিচালক ফাহরাজ উদ্দিন মহসিন, জুলহাস উদ্দিন সরকার, সাজেদা খানম, জাফর আহমেদ তুষার প্রমুখ।
অনুষ্ঠান শেষে কোচিং সমাপনি পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply