মো: আল-আমীন :
কিশোরগঞ্জ সদরে এই প্রথম ইভিএম ভোট মেশিনে ভোটাররা ভোট দিয়েছেন। ভোটাররা এতে স্বস্তি প্রকাশ করেছেন। আজ কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ইভিএম ভোট মেশিন ব্যবহার করা হয়।
সকাল থেকেই ভোট কেন্দ্রে লম্বা লাইন ও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে মহিলা ভোটারদের উপস্থিতি একটু বেশি ছিল।
উপ-নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনের আগের দিন থেকে আনসার ব্যাটেলিয়ান, র্যাব-পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।
পূর্ববর্তী নির্বাচিত ইউপি সদস্য মো: মানিক মিয়ার অসুস্থ্যতা জনিত মৃত্যুর কারণে আজ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মরহুম সাবেক ইউপি সদস্য মো: মানিক মিয়ার ছেলে মো: রায়হান মিয়া (বুরহান) ১০৪৮ ভোট পেয়ে জয় লাভ করে এবং প্রতিদ্বন্দি প্রার্থী ও মো: হাবিবুর রহমান (হবি) পায় ৫৩০ ভোট।
এ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩১১৩। যার মধ্যে পুরুষ ভোটার ১৫৮৬ এবং মহিলা ভোটার ১৫২৭ টি।
Leave a Reply