আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনায় সৌদি আরব পৌঁছেছেন। মার্কিন ড্রোনকে ইরানী বাহিনী গুলি করে ভূপাতিত করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে।
মার্কিন কর্মকর্তারা জানান, আরব আমিরাতের নেতাদের সঙ্গে আলোচনায় বসার আগে পম্পেও বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় দেখা করবেন।
আমেরিকা ছাড়ার আগে, পম্পেও বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে একটি “বৈশ্বিক জোট” গড়ে তুলতে চান।
ইরান জানায়, বৃহস্পতিবার ইরানী বাহিনী মার্কিন বিমান বাহিনীর ড্রোন নিমজ্জিত করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি ড্রোনটিতে যখন ক্ষেপণাস্ত্রের আঘাত হানে তখন সেটি আন্তর্জাতিক অঞ্চলে ছিল।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা চলতে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্র : আলজাজিরা
Leave a Reply