বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইসরাইলে শুক্রবার ৮৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়ার পর ওই ব্যক্তিকে জেরুজালেমের শারে জেডেক হাসপাতালে নেওয়া হয়েছিল।
ইসরাইলে এখন পর্যন্ত ৭০৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছে। তাদের অনেকের শরীরে হালকা লক্ষণ দেখা দিয়েছে। আক্রান্ত ১০ রোগীর অবস্থা আশঙ্কাজনক। তবে ১৫ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
প্রথম দিকেই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর মধ্যে ইসরাইল অন্যতম। বৃহস্পতিবার ঘরে থাকার নীতি আরও কঠিন করে দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এতে বলা হয়, ১০ জনের বেশি লোক কোথাও জমায়েত হতে পারবেন না। আর সরকারি নির্দেশনা মানা না হলে অচলাবস্থা ঘোষণার হুমকি দেয়া হয়েছে।
Leave a Reply