বুধবার (৫ জুলাই) উপজেলা কার্যালয় তাড়াইল বাজার ট্রলারঘাটে বিকাল সাড়ে ৫টায় সভাপতি আরিয়ান আহমেদ রাহাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বিন ফরিদ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার ২০২৩ সেশনের ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলো, সভাপতি আরিয়ান আহমেদ রাহাত, সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাওসার আহমাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আকরাম হোসেন আজমান, দাওয়াহ সম্পাদক আরিফুর রহমান, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাহীন আলম, প্রকাশনা ও দফতর সম্পাদক আবু সাঈদ, অর্থ ও কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, কওমি মাদরাসা সম্পাদক, হাসান আহমেদ, কলেজ সম্পাদক শাহারিয়ার রহমান, স্কুল সম্পাদক নিশাত হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাদ্দাম হোসেন ও কার্যনির্বাহী সদস্য ইকরাম হোসেন। সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply