ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাগুলোর প্রচারণা যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই জানা গেল, ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চার বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’। ছবিটির জন্য কোনও বড় প্রচারণা ছিল না, তবে ঈদের মুক্তির তালিকায় হঠাৎই অন্তর্ভুক্ত হওয়ায় কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ‘অন্তরাত্মা’ কি ঈদের প্রতিযোগিতায় অপ্রত্যাশিতভাবে ঢুকে পড়েছে? এমনকি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান একদিনের মধ্যে একাধিকবার টিজার, গান এবং ট্রেলার প্রকাশ করে। তবুও, শাকিব খানসহ অন্যান্য তারকারাও ছবিটি নিয়ে প্রচারণায় তেমন অংশ নেননি। এরপরও সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে, স্টার সিনেপ্লেক্সে এখন আর ছবিটির প্রদর্শনী নেই।
আজ বুধবার সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে ‘অন্তরাত্মা’।
এ ঈদে দেশে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যার মধ্যে রয়েছে শাকিব খানের দুটি ছবি—‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। দুটিই মুক্তির জন্য প্রযোজকরা আশাবাদী ছিলেন, তবে শাকিব–ভক্তরা বড় বাজেটের ‘বরবাদ’কেই বেশি পছন্দ করেছেন, আর ‘অন্তরাত্মা’ ব্যবসায়িকভাবে পিছিয়ে পড়েছে। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে দেওয়া হয় এবং সিঙ্গেল স্ক্রিনেও ছবিটি আশানুরূপ সাড়া পায়নি।
সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’, যেখানে বসুন্ধরা সিটি এবং সনি স্কয়ারে ছবিটির প্রদর্শনী ছিল। কিন্তু দর্শকদের সাড়া না পাওয়ায়, একদিন আগেই সিনেমাটি নামিয়ে দেওয়া হয়।
এদিকে, ‘বরবাদ’ ছবির প্রদর্শনীর সংখ্যা বেড়েছে, কারণ দর্শক যে সিনেমা পছন্দ করেন, তা পেতে সিনেপ্লেক্স তাদের শো বৃদ্ধি করে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ প্রথম আলোকে জানান, “যদি কোনো সিনেমা দর্শক টানতে না পারে, তবে আমরা তা নামিয়ে অন্য সিনেমার শো বাড়িয়ে দিই।”
এ ঈদে আরও মুক্তি পেয়েছে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, এবং ‘চক্কর ৩০২’ সিনেমা।
Leave a Reply