রিপোর্ট: হৃদয় আজাদ:
পবিত্র ঈদে মেরাজন্নবী দিন-কে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষনা করার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ব সুন্নী আন্দোলন ভৈরব শাখার আয়োজনে পৌর শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় আলেম সমাজসহ তিন শতাধীক মুসলিম নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বিশ্ব সুন্নী আন্দোলন ভৈরব শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দীক মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কবীর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল আমিন সুমন প্রমূখ। এসময় লিফলেট বিতরণ করে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দিয়ে দেন বক্তারা।
Leave a Reply