কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ এর সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি আলী হায়দার রাসেল ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
গতকাল দুপুরে উছমানপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের টানা ২৮ বছরের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ ও কুলিয়ারচর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য মালি মেম্বারকে সাথে নিয়ে এই প্রচারণা চালায়। এ-সময় উছমানপুর ইউনিয়নের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রচারণায় অংশ নেয়।
প্রচারণার শেষে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের কাছে তেমন কিছুই চাইনি, রাজনীতি করে নিজের ভাগ্য পরিবর্তনের রাজনীতিও করিনি। আজ জীবনের শেষ সময়ে এসে দলের কাছে আমার শেষ চাওয়া, দল যেনো আমার ছেলেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে আমাকে মূল্যায়িত করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আলী হায়দার রাসেল বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি ৪ নং উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, তবে বর্তমানে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার যে উন্নয়নের ছোঁয়া চারদিকে লেগেছে, তারই কিছু অংশ এই অবহেলিত ইউনিয়ন বাসীর মাঝে সঠিক ভাবে ছড়িয়ে দিবো। এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাবো।
Leave a Reply