ডেস্ক রিপোর্ট
এবার গ্রীষ্মের প্রায়দিনই আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। দেশের কোথাও না কোথাও বয়ে যাচ্ছে বজ্রঝড়।
বজ্রঝড়ের উৎপত্তিস্থল, গতিপথ বদলে যাওয়া এবং একইসঙ্গে অল্প সময়ের ব্যবধানে তৈরি হচ্ছে একের পর এক বজ্রমেঘ, যা সচরাচর দেখা যায়না। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই তিন কারণে প্রাণঘাতী হয়ে উঠেছে এবারের বজ্রপাত।
গত চার দশকের রেকর্ড পর্যালোচনা করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এতদিন বজ্রমেঘ তৈরি হত ভারতের বিহার ও সাব হিমালয় অঞ্চলে। কিন্তু এবছর উৎপত্তি হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এর কারণেও বজ্রঝড় বেশি হচ্ছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান।
এতদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত বেশি হলেও এবার সবেচেয় আক্রান্ত হচ্ছে মধ্যাঞ্চল। যার প্রভাবে ঢাকায় গেলো এপ্রিলের বাইশ দিনই বজ্রপাত ও দমকা বাতাস রেকর্ড হয়েছে বলেও জানান জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান।
এবার অল্প সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে তৈরি হচ্ছে একের পর এক বজ্রমেঘ। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এছাড়া, গত কয়েক বছরে বজ্রঝড়ের সময়েও পরিবর্তন দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের পূর্বাভাস অনুযায়ী, আঘাত হানতে পারে দুই থেকে তিনটি শক্তিশালী কালবৈশাখী ও প্রবল বজ্রপাত।
Leave a Reply