হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি : ফলোআপ-৩:
কিশোরগঞ্জের ভৈরবে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হয়ে অকালে প্রান হারায় জুয়েল মিয়া নামে এক টগবগে যুবক। আর এই ঘটনায় জড়িতদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবিতে যখন বিক্ষোভে উত্তাল নগরবাসী, ঠিক তখনই প্রধান অভিযুক্ত ঘাতক ডাক্তার পেয়ে যান জেল থেকে মুক্তির টিকিট! মাত্র দুইদিন কারাবাসের পর জামিন লাভ করেন মামলার প্রধান আসামী ডাক্তার কামরুজ্জামান আজাদ। গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক মোঃ মামুনুর রশিদ তা মঞ্জুর করেন। শুনানিতে কোর্ট পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জামিন আবেদনের বিরোধিতা করলেও আইনের ধারায় তা জামিন যোগ্য হওয়ায় আদালতের বিচারক আসামীর জামিন আবেদন মঞ্জুর করেন। এদিকে অভিযুক্ত চিকিৎসকের দ্রুত জামিন লাভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত জুয়েলের স্বজনরা।
প্রসঙ্গত: ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে পোল্ট্রি ব্যবসায়ী জুয়েল বিগত দুই বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়। ওই সময় ভৈরব ট্রমা হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ কামরুজ্জামান আজাদ জুয়েলের হাতে অস্ত্রোপচার করেন। স্বজনদের দাবি, পরবর্তীতে ওই ডাঃ এর দেওয়া তারিখ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচারের রড খুলতে হাসপাতালে গেলে অপারেশন থিয়েটারে ডাক্তার কামরুজ্জামান আজাদ ও এনেস্থেসিয়া ডাঃ ইমরান চেতনানাশক ঔষদ প্রয়োগ করতে অপারকতা দেখালে তাদের সম্মতিতে জুয়েলের দেহে চেতনানাশক ঔষধ প্রয়োগ করেন ডাঃ কামরুজ্জামান আজাদ এর সহযোগি (ওয়ার্ড বয়) গৌরাঙ্গ। পরে অতিরিক্ত মাত্রার ভুল চেতনানাশক ঔষধ প্রয়োগ করতেই সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুয়েল ।
এঘটনায় বিক্ষোভদ্ধ জনতার হাতে অবরুদ্ধ ডাঃ কামরুজ্জামান আজাদকে উদ্ধার করে এদিন রাতেই পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরদিন শুক্রবার নিহতের বড় ভাই কামাল মিয়া বাদী হয়ে চিকিৎসক কামরুজ্জামান আজাদকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আটকৃত ডাঃ কামরুজ্জামানকে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতে প্রথম শুনানি শেষে চিকিৎসককে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে ভুল চিকিৎসায় জুয়েলের মৃত্যুর ঘটনায় হাসপাতাল সিলগালাসহ জড়িতদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবিতে বিােভ মিছিল ও মানববন্ধন করেছেনস নিহতের স্বজনসহ প্রায় দুই সহস্রাধিক মানুষ। গত রবিবার সকাল দশটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে মহাসড়ক অবরাধ করে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেন তারা। এছাড়াও বিভিন্ন স্লোগানে মামলার অণ্য আসামীদের গ্রেফতারের দাবীতে ভৈরব থানার সামনে বিক্ষোভ সহ ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয় আন্দোলনকারিরা। পরে পুলিশের পক্ষ থেকে মামলার অন্যান্য আসামীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়।
এবিষয়ে গঠিত চারসদস্যের তদন্ত কমিটির প্রধান ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের সাথে কথা হলে তিনি ওয়াননিউজ কে জানান, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের ভেতরেই গত শনিবার কিশোরগঞ্জ সিভিল সার্জনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply