হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি :
পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় গুড়ি গুড়ি বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে হাটা-চলার অনুপযোগী হয়ে পড়ে ভৈরব বাজারের গুরুত্বপূর্ণ প্রধান এই সড়কটি। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, মসজিদগামী মুসল্লী, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের। ভৈরব বাজার এর প্রধান সড়কটির এমন চিত্র দীর্ঘদিনের। জনবহুল এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটির পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও বর্তমানে ময়লা আবর্জনায় ভরাট হয়ে প্রায় অকেজো হয়ে পড়েছে সবগুলো ড্রেন। ফলে একদিনের গুড়ি গুড়ি বৃষ্টির পানিতে সপ্তাহ জুড়েই দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। তারপরেও সড়ক ও ড্রেনের সংস্কার সরুপ এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এ নিয়ে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন দুর্ভোগের শিকার পথচারীরা।
ভৈরব বাজার এর রাজ কাচারী সড়ক, ছবিঘড় শপিং কমপ্লেক্স সড়ক, পৌর নিউ মার্কেট সড়কসহ গুলো অলি গলির রাস্তাতে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত। অল্প বৃষ্টিতে কাদা জমে স্থানীয় ব্যবসায়ীসহ পথচারীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাড়ায় জনবহুল এসব সড়কে। ভৈরব বাজারের একাধিক ব্যবসায়ীরা জানায়, বিচ্ছিন্নভাবে মাঝে-মধ্যে এ এলাকার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘস্থানীয় কার্যকরি কোনো ব্যবস্থা না নেওয়ায় সড়কটির এমন বেহাল দশা। এদিকে বৃষ্টির দিনে বাজারে ক্রেতা সংকটে বেচা-কেনা বন্ধ হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলেও তারা জানান । তাই আগাম বর্ষা মৌসুমকে মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে বাজারের এই সড়ক গুলোর পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা করার দাবি জানান ব্যবসায়ীরা।
এছাড়াও ভৈরব বাজারের এ সড়ক নিয়ে দুর্ভোগের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক মসজিদগামী মুসল্লীরাও। তারা বলেন, নামাজে যাওয়ার জন্য বাড়ি থেকে ওযু করে বের হলেও মসজিদে যেতে যেতেই শরীর-পোশাক নষ্ট হয়ে যায়। তাই ধর্মপ্রাণ মুসলমানদের দুভোর্গ লাঘবসহ নগরবাসীকে এই চরম ভোগান্তির হাত থেকে রক্ষা করতে খানা-খন্দে ভরপুর এই সড়কটির সংস্কারে অচীরেই কার্যকর ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের।
এবিষয়ে ভৈরব পৌরসভার সহকারি প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন এর সাথে কথা হলে তিনি ওয়াননিউজ-কে জানান, জনগণের দুর্ভোগ লাঘবে চলতি মাসেই ভৈরব রাজকাচারির গোল চত্বর থেকে পৌর নিউ মার্কেট পর্যন্ত সড়কের ম্থানীয় সংস্করণের টেন্ডার হওয়ার কথা রয়েছে। টেন্ডার পাশ হলে আশা করি কম সময়ের মধ্যেই সংস্কারকাজ শুরু করা হবে।
Leave a Reply