ডেক্স রিপোর্ট :
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ছয় জন টিভি চ্যানেল মালিক লড়ছেন। এরইমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে।
আর এই ছয় জনের একজন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এরমধ্যে ঢাকা-১ আসনে নির্বাচন করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান।
একই আসনে সালমান এফ রহমানের প্রতিদ্বন্দ্বী সালমা ইসলাম। তিনি যমুনা টেলিভিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী এবং চ্যানেলটির অন্যতম পরিচালক।
ঢাকা-৯ আসনে নির্বাচন করছেন সাবের হোসেন চৌধুরী। দেশ টিভির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
ঢাকা-১৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন কামাল আহমেদ মজুমদার। মোহনা টিভির চেয়ারম্যান তিনি।
গাজী গোলাম দস্তগীর গাজী টিভির স্বত্তাধিকারী। তিনি নির্বাচন করছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে।
নোয়াখালী-২ আসনে নির্বাচন করছেন মোরশেদ আলম। আরটিভির চেয়ারম্যান তিনি।
এছাড়া বেশকিছু আসনে কয়েকটি টিভির পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাঠে তারা সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
온라인바카라 사이트 온라인카지노 가입 우리카지노 샌즈카지노 우리카지노 퍼스트