ডেস্ক রিপোর্ট
রাজধানীর কারওয়ান বাজারের একুশে টিভির কার্যালয় জাহাঙ্গীর টাওয়ারের নিচতলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর আতাউর রহমান জানান, আগুন নেভাতে ৪টি ইউনিট কাজ করে।
বেলা এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।
তবে প্রত্যেক্ষদর্শীরা বলছেন, ভবনের নিচে থাকা চায়ের দোকান থেকে আগুন লেগে থাকতে পারে।
Leave a Reply