মামলার আসামি না হয়েও নামের একাংশ ও স্বামীর নামে মিল থাকায় ১ বছর সাড়ে চার মাস ধরে কারাগারে সাজা খাটছেন হাসিনা বেগম নামে এক নারী।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দিন কাটানো এ নারীর বিষয়টি গেল মার্চে চট্টগ্রামের একটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তখন আদালত বিষয়টি তদন্ত করে পুলিশকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছিলেন।
গোলাম মাওলা মুরাদ বলেন, মাদকের একটি মামলায় হাসিনা আক্তার নামে এক নারীকে ৬ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু পুলিশ হাসিনা আক্তারকে না ধরে কারাগারে পাঠিয়েছে হাসিনা বেগম নামে অন্য এক নারীকে।
তিনি আরও বলেন, আজ (রোববার) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালতে এ বিষয়ে ভার্চুয়াল শুনানি করা হয়েছে। জেল সুপারকে দুই জনের ছবি ও তথ্য যাচাই করে ৪ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। এরপর আদালত পরবর্তী আদেশ দেবেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলি এলাকা থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে স্বামীসহ আটক হন টেকনাফের চৌধুরীপাড়ার হাসিনা আক্তার নামে এক নারী। ৯ মাস কারাভোগ শেষে জামিনে বের হয়ে যান হাসিনা। ২০১৯ সালের জুলাইয়ে সেই মামলার রায়ে তাকে দেওয়া হয় ৬ বছরের কারাদণ্ড, তখন তিনি পলাতক ছিলেন।
এরপর ২০১৯ সালের ১৬ ডিসেম্বর টেকনাফ থানা পুলিশ আটক করে একই এলাকার হাসিনা বেগম নামে আরেক নারীকে। পরে আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে; যিনি কারাভোগ করছেন প্রায় দেড় বছর ধরে।
আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, কারাগারে থাকা হাসিনা বেগমের অপরাধীর তালিকায় নাম নেই। তবু জেল খাটতে হচ্ছে নিজের নামের একাংশ ও স্বামীর নামের মিল থাকার কারণে। কারাগারে থাকা হাসিনা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায়। তিনি হামিদ হোসেনের স্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি হাসিনা আক্তার একই এলাকার ইসমাইল হাজি বাড়ির হামিদ হোসেনের স্ত্রী।
ঘটনার তদন্ত করে আদালতে জমা দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কারাগারে থাকা হাসিনা বেগম আগে গ্রেফতার হওয়া আসামি নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়। এছাড়া হাসিনা বেগমের বয়স ৪০ বছর, কিন্তু হাসিনা আক্তারের বয়স ৩০। কিন্তু বর্তমান কারাগারে থাকা হাসিনা বেগমের স্বামী পলাতক থাকায় পূর্ণাঙ্গভাবে তদন্ত করা যায়নি।
এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার সময় গ্রেফতার হাসিনা আক্তার ও বর্তমানে কারাগারে থাকা হাসিনা বেগমের ছবির মিল পাওয়া যায়নি। হাসিনা আক্তার চার বছরের ছেলে ও দুই বছরের মেয়েসহ গ্রেফতার হন। কিন্তু হাসিনা বেগমের তিন জন সন্তান আছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, হাসিনা বেগমকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
Leave a Reply