রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এবার পাওয়া গেলো তাদের বিয়ের কাবিন ও সর্ম্পকের সত্যতা, ভিডিও দেখুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ১৩৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: 

বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় দেশব্যাপী চলছে আলোচনা-সমালোচনার ঝড়। একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আলোচনার কেন্দ্রবিন্দু সন্ত্রাসী নয়ন বন্ড এবং রিফাতের স্ত্রী মিন্নি।

হত্যাকাণ্ডের পর সামাজিক মাধ্যমে নয়ন বন্ড ও মিন্নির কিছু ছবি এবং একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সর্বশেষ প্রকাশ হলো মিন্নি ও নয়ন বন্ডের বিয়ের বিষয়টিও।

মিন্নি ও নয়ন বন্ডের বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কাজী মো. আনিসুর রহমান ভূঁইয়া। তিনি বরগুনা পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্টার। তার অফিস বরগুনা পৌরসভার ডিকেপি রোডের কেজি স্কুল নামক স্টান্ডে।

জানা যায়, নয়ন বন্ড ও আয়েশা সিদ্দিকা মিন্নির বিয়ের প্রথম স্বাক্ষী রিফাত শরীফ হত্যাকাণ্ডের দ্বিতীয় আসামি বাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজি। গত বছরের ১৫ অক্টোবর আছরের নামাজের পর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দেনমোহর হয়েছিল ৫ লাখ টাকা। তবে দেনমোহরের কোনো নগদ পরিশোধ ছিল না।

কাজী মো. আনিসুর রহমান বলেন, বিয়ে করার জন্য নয়ন ও মিন্নিসহ ১৫ থেকে ২০ জন লোক আসে আমার অফিসে। এ সময় নয়ন ও মিন্নি তাদের ১৮ বছর পূর্ণ হওয়ার প্রমাণস্বরূপ এসএসসি পরীক্ষার সার্টিফিকেট নিয়ে আসে। এরপর আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলে জানতে চাইলে তারা বলে, মেয়ের বাবা আসবে না, আপনি মেয়ের মায়ের সঙ্গে কথা বলেন। এরপর মিন্নির মা পরিচয়ে একজন আমার সঙ্গে ফোনে কথা বলেন।

তিনি আমাকে বলেন, বিয়ের বিষয়টি আমরাতো জানি। মিন্নির বাবা বিয়েটা এখন মানবে না। আপনি বিয়ে সম্পন্ন করেন। বিয়ের কিছুদিন পর ঠিকই মেনে নেবেন। এরপর আমি পাঁচ লাখ টাকা দেনমোহরে নয়ন ও মিন্নির বিয়ে সম্পন্ন করি। এ বিয়ের উকিল ছিলেন শাওন নামের একজন। শাওন ডিকেপি রোডের মো. জালাল আহমেদের ছেলে।

https://www.youtube.com/watch?v=5WMhVD1sK0Q&t=10s

এ বিষয়ে জানতে চাইলে মিন্নি বলেন, সন্ত্রাসী নয়ন একবার আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আমাকে জোর করে এক বাসায় নিয়ে একটা কাগজে স্বাক্ষর নিয়েছিল জানিনা ওটা দিয়ে কিছু করেছে কি না। আমি স্পষ্ট করে আবারো বলছি, ওরা খুনের ঘটনা আড়াল করতে আমার নামে মিথ্যা প্রচার করছে। আমার বিয়ে হয়েছে একমাত্র রিফাত শরীফের সঙ্গে। এছাড়া আর কখনো কারও সঙ্গে বিয়ে হয়নি। যেহেতু বিয়েই হয়নি, ডিভোর্স হওয়ার কোনো প্রশ্নই আসে না। রিফাতই আমার স্বামী এবং এটাই সত্য। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি করি, যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com