ডেস্ক নিউজ :
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স তিন মাস পর আবারো খোলা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। এবার নগদ ১ কোটি ১৪ লক্ষ ৭৪ হাজার ৪৫০ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার ও বৈদেশীক মুদ্রা পাওয়া যায়।
এর আগে সর্বশেষ গত ১৩ এপ্রিল দান বাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল এক কোটি ৮ লাখ ৯ হাজার ২শ’ টাকা । বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার পাওয়া যায়।
টাকা গণনা কাজ তদারকি করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন ও মীর মো. আল কামাহ তমাল।
প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানসিন্দুকগুলোতে নগদ টাকা-পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার, গবাদিপশু, হাঁস-মুরগীসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন। সাধারণত তিন মাস বা তার চেয়ে বেশি সময় পর দানসিন্দুক খোলা হয়।
Leave a Reply