বিনোদন ডেস্ক:
ছোট পর্দায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সজল। অন্যদিকে সাদিয়া ইসলাম মৌ দুজনেই পরিচিত মুখ। দুই প্রজন্মের এই দুই তারকা এর আগেও অভিনয় করেছেন একই নাটকে। তবে এবারই প্রথম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তারা।অঞ্জন আইচের ‘আয়নার গল্প’ নাটকে সজল ও মৌকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়।
এ প্রসঙ্গে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘এর আগেও সজল ও মৌ আমার নাটকে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। গতকাল থেকে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি ও তার আশপাশে শুটিং করছি। আরও দুদিন এখানে এর শুটিং করা হবে।’
জানা গেছে, ‘আয়নার গল্প’ নাটকে আরও অভিনয় করছেন আবুল হায়াত, সূচনা আজাদসহ অনেকে। মূলত এই চারজনকে নিয়েই নাটকের গল্পটি এগিয়েছে। একটা অভিশপ্ত আয়নাকে ঘিরে গড়ে উঠেছে এর প্রেক্ষাপট। রহস্যে ঘেরা এই আয়নাটিকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা ঘটনা। আগামী ঈদে ‘আয়নার গল্প’ প্রচার হবে আরটিভিতে।
Leave a Reply