রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বিশ্বরোডের উপরের অংশে একটি প্রাইভেট কারে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে গাড়িতে থাকা যাত্রীরা নেমে প্রাণ বাঁচান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তেলের ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুরো গাড়ি পুড়ে যায়।
Leave a Reply