নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর প্রধান অতিথি হিসেবে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply