শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

বিপুল মেহেদী:

কিশোরগঞ্জে এস.ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ কবীর’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও উপ সচিব তরফদার মো. আক্তার জামীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডা. রেবেকা সুলতানা লুনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি  শিক্ষা-শৃঙ্খলা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক ও নৈতিক শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার কথাও উল্লেখ করেন। বিশেষ অতিথি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক বেঁচে থাকে শিক্ষার্থীর হৃদয়ে, শিক্ষকের সাথে শিক্ষার্থীর বন্ধুত্বর্পূণ সম্পর্ক খুব দরকার। তিনি আরো বলেন, আমি গাইনী বিভাগের ডাক্তার, প্রতি মাসে কিংবা তিন মাসে অন্তত একবার কোমলমতি শিক্ষার্থীদের পাশে থেকে স্বাস্থ্য সেবা দিতে চাই। এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

পরে অনুষ্ঠানের ২য় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe