ডেস্ক রিপোর্ট
ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাব কেটে গেলেও আসছে একটি শৈত্যপ্রবাহ। এ মাসের শেষ দিকে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে এই প্রবাহটি।
আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আয়েশা খাতুন। তিনি জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হবে আবহাওয়ার পরিস্থিতি।
আয়েশা খাতুন বলেন, ফেথাইয়ের প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘলা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে। ফেথাই এর প্রভাব কেটে গেলেও শিগগিরই আসছে একটি শৈত্যপ্রবাহ। চলতি মাসের শেষের দিকে মৃদু বা মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহ বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে ধারণা করা হচ্ছে। সে সময় দেশের তাপমাত্রা বেশ করে যেতে পারে বলেও জানান তিনি।
great site thanks.