ডেস্ক রিপোর্ট
ঐক্যফ্রন্ট টআগামী ১০ ডিসেম্বর রাজধানীতে জনসভা করবে । ওই দিন বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনিএ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, জনসভা উপলক্ষ্যে আমরা পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যানের কতৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। আশা করছি ১০ ডিসেম্বর সোমবার ঐক্যফ্রন্টের এই জনসভা সার্থক হবে হবে।
এ সময় তিনি আরো বলেন, আইন-ন্যায়বিচারের তোয়াক্কা না করে সরকার বেগম জিয়াকে কারাগারে আটকে রেখেছে। শেখ হাসিনা বসে বসে কষছেন নির্বাচনে কারচুপির অভিনব মহাফন্দি। তারা জানেন, অন্যায় পথে নির্বাচন অনুষ্ঠান ছাড়া জনসমর্থনশূন্য আওয়ামী লীগের একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের অন্য কোনো উপায় নেই। তাই নির্বাচনী ব্যবস্থা এবং আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রেখে আবার ক্ষমতায় যেতে চান। সেজন্য বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন-নিপীড়ন এবং যতো রকম কৌশল আছে সরকার প্রয়োগ করছে।
beni neden stalkliyorsunuz anlamis degilim ama ögrendigim iyi oldu ??