ডেস্ক রিপোর্ট
স্বামী অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চনের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন । বলিউডে অভিনেত্রীরা কম পারিশ্রমিক পান অভিনেতাদের তুলনায়, এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ঐশ্বর্যের আয়ের বিষয়টি সামনে নিয়ে আসেন অভিষেক।
অভিষেক ভারতের এক গণমাধ্যমকে জানান, ঐশ্বর্যের সঙ্গে ৯টি সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক, যার মধ্যে ৮টিতেই তার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন রাই। ঐশ্বর্যের সঙ্গে দগুলাব জামুনদ-এও অভিনয় করবেন অভিষেক বচ্চন। বলেউডে প্রায়ই অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের পারিশ্রমিকের হার নিয়ে তুলনা করা হয় বলে জানান অভিষেক।
কারো পারিশ্রমিকের বিষয় নিয়ে কথা বলতে অনেকেই অনীহা প্রকাশ করেন। এভাবে সুদর্শনী স্ত্রীর রোজগার নিয়ে অভিষেক বচ্চন মুখ খুলবেন তা কল্পনা করেননি কেউ। আসলে অভিষেক বোঝাতে চেয়েছেন ঐশ্বর্যের পারিশ্রমিক বলিউডের নামকরা অন্য নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নয়
Leave a Reply