মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন।
ঢাকায় বাংলাদেশ পুলিশ সদর দফতরের মুখপাত্র সহেল রানা সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেছেন রোববার কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি ট্রাকের সঙ্গে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রৌশন আরা বেগমকে বহনকারী গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি জানান রৌশন আরা যখন কঙ্গোতে বাংলাদেশ পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে যাচ্ছিলেন তখন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। তাঁর সহযাত্রী বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার ফারযানা এবং গাড়ির চালক সহ অন্য দুইজন নিরাপদে আছেন বলে মুখপাত্র জানান। রৌশন আরা ১৯৮৮ সালে পুলিশ বিভাগে যোগ দেন ।
রৌশন আরার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী সেখ হাসিনা শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
Leave a Reply