নিউজ ডেস্ক :
র্যাবের বিশেষ অভিযানে গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা হতে মো: আনোয়ার হোসেন (৩১) ও মো: আল-আমিন (৩০) নামে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
মাদক ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনের পিতার নাম ওসমান মিয়া। সে ভৈরব উপজেলার মিরার চর এলাকার বাসিন্দা। অপরদিকে মো: আল-আমিনের পিতার নাম মো: হামিদ মিয়া। সে একই জেলার কুলিয়ারচর উপজেলার নওয়াগাঁও এলাকার বাসিন্দা।
বুধবার রাত আনুমানিক রাত সাড়ে আটটায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬০ পিস লালচে গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন, যৌতুক ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
Leave a Reply