কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নাট্যকার ও পরিচালক সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটায় ৭নং মসূয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, হোসেনপুর সার্কেল মোঃ সোনাহর আলী। উক্ত বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোরাদ ও সেক্রেটারিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিট পুলিশিং সম্পর্কে সবাইকে সম্যক ধারণা প্রদান করা হয়।
উক্ত সভায় মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ,কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশি কার্যক্রমে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।
Like this:
Like Loading...
Related
Leave a Reply