যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় শেষ হলো এ্যাথলেটিক্স এবং গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শেষ হওয়া এই প্রতিযোগিতায় সেরা স্কুল হয়েছে মসুয়া দাখিল মাদ্রাসা।
বুধবার সকালে চল আলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫ টি স্কুলের প্রায় ১২০ জন প্রতিযোগী অংশ নেয়। বালক এবং বালিকাদের ১৬ টি ইভেন্টের প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে প্রথম স্থান, ৫ টি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং ৫ টি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে সেরা স্কুল হয়েছে মসুয়া দাখিল মাদ্রাসা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হামিদুল হক দুলাল এবং চর আলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
Leave a Reply