নিউজ ডেস্ক:
‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ স্লোগান নিয়ে কটিয়াদীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগার ও দীপশিখা গ্রন্থাগারের উদ্যোগে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া এবং কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগার ও দীপশিখা গ্রন্থাগারের সদস্যগণ অংশ নেন।
শোভাযাত্রা শেষে কটিয়াদী রক্তদান সমিতির কার্যালয় রিয়াজ ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগারের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবদুর রহমান রুমী, রফিকুল হায়দার টিটু, মাহাবুবুর রহমান, সাকিবুল হাসান সোহাগ, রাজিব সাহা, রিয়াদ মাহমুদ, আশরাফিজুর রহমান হৃদয়, সীমান্ত পোদ্দার, শহিদুল্লাহ্, মুনিম খান প্রমুখ।
Leave a Reply